First Page Last Page
UserName:
Replies: 30 - Views: 637
-1514131211tuhin4u (Unstopable Lover + Mariana World DIAMOND member):
আমার বাসার মোড়ের পানের দোকান পার হতে গেলেই এই কৌতুকটা মনে পড়ে। একবার আবুল তার বন্ধু হারুনকে নিয়ে হাঁটতে বের হয়েছে। গলির মোড়ের পানের দোকানের সামনে দাঁড়িয়ে আবুল বলল, ‘দেখি, একটা পান দ্যান তো।’ পানের দোকানদার স্বভাবতই জানতে চাইলেন, ‘কী দিয়ে খাবেন?’
আবুল বলল, ‘দাঁত দিয়ে।’
: না, আমি জানতে চাইলাম কীভাবে খাবেন? :
কেন, চিবিয়ে খাব। উত্তর দিল আবুল।
: আরে, আমি বললাম সঙ্গে কী খান?
: তিনি হারুন খান, আমার বন্ধু।
: ভাই, আমি বললাম আপনি কী জর্দা খান?
: না, আমি আবুল খান। *
14-10-15 - 04:54:59
-1514131211tuhin4u (Unstopable Lover + Mariana World DIAMOND member):
কিছুদিন আগে আমার প্রিয় মানুষ হুমায়ূন আহমেদের জন্মদিন গেল। তাঁকে নিয়ে একটা মজার ঘটনা বলি। বছর কয়েক আগে আমাকে একটা বই উত্সর্গ করলেন হুমায়ূন আহমেদ। বইয়ের নাম লিলুয়া বাতাস। এই ঘটনা শুনলাম স্বাধীন (খসরু) ভাইয়ের কাছে। শুনে আমি বেশ উত্তেজিত। খুশি তো বটেই। ভাবলাম হুমায়ূন ভাইয়ের সঙ্গে একবার দেখা করে আসি। যাওয়ার সময় কী নেব, ভেবে কয়েক কেজি মিষ্টি নিলাম। বাসায় পৌঁছে দোরঘণ্টি বাজাতেই উনি নিজে এসে দরজা খুলে দিলেন।
কুশল বিনিময় করে জানতে চাইলেন মিষ্টি কেন?
আমি বললাম, হুমায়ূন ভাই, আপনি আমার নামে বই উত্সর্গ করেছেন। এই খুশিতে।
তিনি প্রচণ্ড সিরিয়াস হয়ে গেলেন, বললেন, ‘জীবনে তো পাঁচ পয়সার জিনিস আমাকে দিলা না। এখন আসছ ঘুষ দিতে। যাও ভাগো, তোমার ঘুষের দরকার নাই। আমি ঘুষ খাই না।’
আমি হতভম্ব হয়ে গেলাম। মুখে কোনো কথা নেই। তিনি সমানে বলে যাচ্ছেন। আমার কান্না পাওয়ার মতো অবস্থা। হুমায়ূন ভাইকে এর আগে এত সিরিয়াস ভঙ্গিতে রাগ করতে দেখিনি। আমি ভয় পেলাম বেশ। বাধ্য হয়ে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে ফিরে আসার জন্য লিফটের সামনে দাঁড়ালাম। ঠিক ওই মুহূর্তে তিনি দৌড়ে এলেন। হাত ধরে বললেন, ‘ফারুক, তুমি মজাও বোঝো না। আসো, ভেতরে আসো।’ তারপর হাসিমুখে ভেতরে নিয়ে গেলেন। অনেকক্ষণ গল্প করলেন। নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন। *
14-10-15 - 04:59:23
-1514131211tuhin4u (Unstopable Lover + Mariana World DIAMOND member):
এই কৌতুকটা থানার সামনে দিয়ে যাওয়ার সময় আমার মনে হয়। এক ভদ্রলোক একদিন ঘুম থেকে উঠে দেখল তার বারান্দায় একটা গ্রেনেড। সঙ্গে সঙ্গে থানায় ফোন করল।
ভাই আমার বাড়ির বারান্দায় একটা গ্রেনেড দেখতে পাচ্ছি। থানা থেকে উত্তর দিল, তিন দিন অপেক্ষা করুন। যদি কেউ নিতে না আসে তাহলে ওটা আপনি নিজের কাছে রেখে দিতে পারেন। *
14-10-15 - 05:01:06
-1514131211tuhin4u (Unstopable Lover + Mariana World DIAMOND member):
মাঝেমধ্যে সমুদ্রে বেড়াতে যাই। তখন এই কৌতুকটা মনে পড়ে।
এক ব্যক্তি আরেকজনকে প্রশ্ন করছে। আচ্ছা সমুদ্রের মাছ কি কখনো ঘামে?
—অবশ্যই ঘামে। না ঘামলে সমুদ্রের পানি লোনা হয় কী করে! *
14-10-15 - 05:02:43
-1514131211tuhin4u (Unstopable Lover + Mariana World DIAMOND member):
আমার চাচাতো ভাই শান্ত একবার মন খারাপ করে বসে আছে। চাচা বললেন, ‘কী রে, মন খারাপ কেন?’
শান্ত কিছুতেই কিছু বলে না, একদম চুপ।
চাচা কাঁধে হাত রেখে বললেন, ‘আরে বল। মনে কর আমি তোর বাবা না, তোর বন্ধু।’
এবার শান্ত মুখ খুলল, ‘আর বলিস না দোস্ত। গতকাল আমারটারে নিয়া ঘুরতে বাইর হইছিলাম। তোরটা দেইখা ফালাইছে। তারপর আমারে অনেক মারছে।’ *
14-10-15 - 05:04:55




«PREV Next»
3/7
Jump to page

Text:
Home>Forums>Other Languages!
>Indian>বাংলা জোকস